মিজানুর রহমান, মণিরামপুর
যশোরের মণিরামপুরে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পাকা সড়ক নির্মাণ কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসীর প্রতিবাদসহ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে উপজেলা প্রকৌশলী সানাউল হক উক্ত সড়কের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
জানাযায়, দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের শয়লা বাজার মোড় হতে হরিশপুর বাজারের সংযোগ সড়ক হয়ে রসুলপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ সম্প্রতি শুরু করা হয়। রাস্তা খোঁড়ার পর শুরু হয় বালি ফেলার কাজ।
অভিযোগ উঠেছে, ঠিকাদার শাহিনুর রহমান শাহিন সড়ক নির্মাণে বালু ফেলার শুরুতেই অধিকাংশ স্থানে বালুর পরিবর্তে ট্রলিযোগে মাটি এনে তা ব্যবহার করেছেন। এক পর্যায় বালুর পরিবর্তে মাটি ব্যবহারের কারণে প্রতিবাদ করেন এলাকাবাসী।
বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী সরেজমিন রাস্তা দেখতে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পান। এক পর্যায় তিনি উক্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ঠিকাদারকে। সড়কের কাজ দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, টেহুার-সিডিউল অনুযায়ী আগে-ভাগে ওই সড়কের কাজ শুরু করা হয়।
জানতে চাইলে, ঠিকাদার শাহিনুর রহমান শাহিন দাবী করেন, বালু দিয়েই সড়কের কাজ করা হচ্ছে। তবে, বালুর সাথে কিছু কিছু স্থানে একটু মাটি পড়তে পারে। সেই মাটি সরিয়ে ফেলা হচ্ছে। মণিরামপুর উপজেলা প্রকৌশলী সানাউল হক বলেন, অভিযোগ পেয়ে আমি সরেজমিন গিয়ে দেখেছি। ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে মাটি না সরানো পর্যন্ত সড়কের কাজ বন্ধ রাখার।