আঃ সবুর আল আমীন, কপিলমুনি
কপিলমুনিতে বাস দূর্ঘটনা ঘটেছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা হতে পাইকগাছাগামী ঢাকা মেট্রো-জ-১১-২১৪৭ নং বাসটি কপিলমুনির পার্শ্ববর্তী মুচির পুকুর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরের পড়ে।
এসময় স্থানীয়দের সহযোগীতায় যাত্রীরা উদ্ধার করা হয়। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে দূর্ঘটনায় কবলিত বাসটিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।