বিশেষ প্রতিনিধি
শহরের চিত্রার মোড়স্থ সরদার মার্কেটস্থ মেডিসিন পয়েন্ট নামক ঔধধের দোকানের সামনে একটি কোম্পানীর কর্মকর্তার মোটর সাইকেল চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গত ৪ এপ্রিল রাতে মোটর সাইকেলটি চুরি হয়।
এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড যশোর শাখায় সিনিয়র ফিল্ড মার্কেটিং এক্সকিউটিভ সিরাজুল ইসলাম জানান, গত ৪ এপ্রিল রাত ১০ টায় তিনি তার ব্যবহৃত হিরো এসপ্লিন্ডার প্লাস মোটর সাইকেল (ঢাকা মেট্টো হ-৪৯-১৮০৫) সরদার মার্কেটস্থ মেডিসিন পয়েন্ট নামক ঔষধের দোকানের সামনে রেখে বিভিন্ন দোকানের ঔষধের অর্ডার নিচ্ছিল। রাত পৌনে ১১ টায় এসে দেখেন তার রাখা মোটর সাইকেলটি নেই। সংঘবদ্ধ চোরেরা চুরি করে পালিয়ে গেছে।
এ ঘটনায় ওই দিন রাতে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ চুরির ঘটনা প্রাথমিক তদন্তর জন্য এসআই শরিফুল ইসলামের উপর দেন। শরিফুল ইসলাম বিষয়টি খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন মোটর সাইকেলটি চুরি হয়েছে। পরে তার কথা অনুযায়ী থানার অফিসার ইনচার্জ শুক্রবার ৯ এপ্রিল রাতে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।