বিশেষ প্রতিনিধি
যশোরে নতুন করে শনিবার সংক্রমন করোনা ভাইরাসে ৫৯ জন আক্রান্তর খবর নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। শনিবার সকালে তিনি যশোরের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, শনিবার ১০ এপ্রিল যশোর ও খুলনার দুটি ল্যাব থেকে এই ফলাফল জানানো হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২১৫ টি নমুনা পরীায় ৫৫ জন ও খুলনা মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জনের নমুনায় ৪ করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা.রেহনেওয়াজ সাংবাদিকদের জানান, ২৪ ঘন্টায় যশোর জেলায় ৫৯ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫১ জন, শার্শা উপজেলায় ১ জন, ঝিকরগাছা উপজেলায় ২ জন, চৌগাছা উপজেলায় ১ জন, কেশবপুর উপজেলায় ২ জন ও অভয়নগর উপজেলায় ১ জন রয়েছেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, শনিবার দুপুর পর্যন্ত ৫ হাজার ৫শ’ ৩৩ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৬ জন।