বিশেষ প্রতিনিধি
যশোর শহরে আবারের পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতবার দুপুরে বিমান অফিস মোড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর শহরের ঘোপ নওয়া পাড়া রোড এলাকার রাশেদ নামে এক যুবক। সে মৃত আব্দুর রশিদের ছেলে।
রাশেদ সাংবাদিকদের জানান, দুপুরে তিনি পুলিশ লাইন এলাকার এক আতœীয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে বিমান অফিস মোড়ে পৌছালে মোটরসাইকেলে দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন ও পকেট থেকে টাকা পয়সা কেড়ে নেয়। রাশেদ আরো জানান, ছিনতাই কারি ওই দু’ যুবকের হাতে লাঠি ও পুলিশের হ্যান্ডকাপ ছিল।
এ ব্যপারে কোতয়ালী থানার অফিসার ইাচনার্জা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বিগত দু’ বছর আগে যশোর শহরে পুলিশ পরিচয়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ ছিনতাইকারীদের গ্রেফতার ও সনাক্ত করতে পারেনি। যার কারনে ছিনতাইকারী চক্র নিশ্চুপ থেকে পুনরার লক ডাউনের মধ্যে ছিনতাই কাজে লিপ্ত হয়েছেন।