বসুন্দিয়া প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের মীরপাড়ায় ৯ই এপ্রিল শুক্রবার রাত ১১ টার দিকে পারিবারিক কলহের সূত্র ধরে হতদরিদ্র পিতা সৈয়দ সরোয়ার হোসেন (৪৫) কে নেশাখোর চরিত্রহীন কুপুত্র সৈয়দ মোজাফ্ফার হোসেন (নয়ন) ২৪ কতৃক জন্মদাতা বাবাকে ঘরের ডাসা দিয়ে এলোপাতাড়ি বেধড়ক মারপিট করে সে গুরুতর আহত হওয়ার পর পালিয়ে যায়।
আশপাশের পতিবেশিরা অহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খুলনা যাওয়ার পথিমধ্যে সরোয়ার হোসেন মারা যান।
প্রশাসন যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশ পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য।
স্থানীয় সূত্রে প্রকাশ এখনও পর্যন্ত থানায় পিতা হত্যার বাদী হয়ে কেউ মামলা দায়ের করেনি তবে প্রস্তুতি চলছে।
প্রত্যাক্ষদর্শীরা সাংবাদিকদের বলেন, ওই রাতে সরোয়ার হেসেনের স্ত্রীর সাথে পারিবারিক ভাবে বাক-বিতন্ডা হয়, এক পর্যায়ে বাড়িতে থাকা নেশাখোর চরিত্রহীন লম্পট কু-পুত্র নয়ন ঘরের ডাসা এনে নিজ পিতাকে বেধমপ্রহর করে মাটিতে লুটে পড়ে গুরুতর আহত অবস্থায়। আহত সরোয়ার কে উদ্ধার করতে আশপাশের প্রতিবেশিরা দ্রুত ছুটে আসেন এবং হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেন।
তাৎক্ষনিক লম্পট পুত্র নয়ন বাড়ি ছেড়ে আত্বগোপনে গা ডাকা দেয়। পরদিন ১০ এপ্রিল শনিবার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে স্থানীয়রা নয়নের খবর পেয়ে বসুন্দিয়া পুলিম ক্যাম্পের ইনচার্জকে জানালে তাৎক্ষনিক আত্বগোপন স্থান থেকে ক্যাম্প ইনচার্জ জাকির হোসেন নয়নকে আটক করে যশোর মডেল থানায় পাঠিয়ে দেন।