৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে যশোরে করোনার দ্বিতীয় ডোজের টিকা শুরু হয়েছে

0
150

মোকাদ্দেছুর রহমান রকি
বৃহস্পতিবার ৮ এপ্রিল থেকে যশোরে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
এদিন সকাল ৮টায় যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, বৃহস্পতিবার ৮ এপ্রিল থেকে যশোরে ১২টি কেন্দ্রে ৩৬টি টিম দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলবে। বৃহস্পতিবার প্রথম দিনে জেলার চার হাজার টিকাগ্রহণকারীর মোবাইলে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের ম্যাসেজ গিয়েছে। তারাই ৮এপ্রিল টিকা গ্রহণ করবেন। সকল কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা গ্রহণকারীরা আগ্রহের সাথে টিকা গ্রহণ করছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, প্রথম ধাপে যশোর জেলায় ১ লাখ ১৮ হাজার ৬০জন করোনার টিকা গ্রহণ করেন। তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। প্রথম চালানে ৭৮ হাজার ডোজ টিকা হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এ টিকা কার্যক্রম চলার মধ্যে বাকী ডোজের টিকাও হাতে এসে পৌছাবে। এদিকে দ্বিতীয় ডোজের টিকা পেয়ে সন্তষ প্রকাশ করেছেন টিকা গ্রহণকারী নারী পুরুষেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here