বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বুধবার সন্ধ্যারাতে যশোরের সীমান্তবর্তী চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের ৬ নং ওয়ার্ডস্থ আজিজুল উলুম কওমী মাদ্রাসার দক্ষিণ পাশের এক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮শ’ গ্রাম গাঁজাসহ লতা ফকির মন্ডল নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের ম ৃত মৃত বাহার আলী মন্ডলের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,
র্যাবের একটি চৌকসদল বুধবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে চৌগাছা উপজেলার মাড়–য়া গ্রামের উক্ত মাদ্রাসার দক্ষিণ পাশের্^ লতা ফকির মন্ডলের বাড়িতে অবিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে লতা ফকির মন্ডল দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার হেফাজত থেকে ৮শ’ ২০ ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে রাতেই চৌগাছা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। বৃহস্পতিবার চৌগাছা থানা পুলিশ তাকে গাঁজাসহ আদালতে সোপর্দ করে।