আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছা উপজেলার দুইজন বয়স্ক বৃদ্ধাকে মুজিববর্ষের উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান দিলেন বয়স্ক ভাতার কার্ড। এই কার্ডের মাধ্যমে তার মৃত্যুর পূর্বমূহুত্ব পর্যন্ত সরকারের পক্ষ হতে মাসিক হারে সরকারি ভাতা পাবেন। বয়স্ক বৃদ্ধারা হলেন শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মনছোপ গাজী ও মৃত করিম গাজীর স্ত্রী নবীসন বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, সরকারি সম্পদ সাধারণ মানুষের প্রাপ্য। যদি ঝিকরগাছা উপজেলার মধ্যে এমন কোন অসহায় ব্যক্তি থাকে এবং বয়স্ক অথবা বিধাব ভাতার কার্ড পাওয়ার যোগ্য তবুও সরকারি সহযোগিতা পাচ্ছে না। তারা আমার সাথে যোগাযোগ করলেই তার বিষয়টি আমলে নিয়ে তাকে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।
Home
দক্ষিণ-পশ্চিমাঞ্চল মুজিববর্ষের উপহার হিসেবে ঝিকরগাছায় বয়স্ক ভাতার কার্ড দিলেন ইউএনও আরাফাত রহমান