নড়াইল প্রতিনিধি
নড়াইলে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবরোধে জনসাধারণের মধ্যে বিতরণের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মাস্কসহ উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহúতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বেচ্ছাবেসী সংগঠনের প্রতিনিধিদের হাতে এসব উপকরণ তুলে দেন।
জেলার ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রত্যেককে ৩ হাজার টাকা ও মাস্কসহ উপকরণ সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ২৫০ প্যাকেট মাস্ক, ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৩০০ পিস সাবান বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, এনডিসি জাহিদুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট নড়াইল ইউনিেিটর প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ সহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।