বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার ৬ এপ্রিল বিকেলে যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার সেতাই বাজারস্থ জনৈক হাফিজুর রহমানের মুদী দোকানের সামনে থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ইয়াকুব আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সে শার্শা উপজেলার আমলা গ্রামের আনারুল ইসলামের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, মঙ্গলবার ৬ এপ্রিল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি চৌকসদল উক্ত স্থানে অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। পরে তাকে শার্শা থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে।