যশোরে হোটেল কর্মচারীকে অপহরনের চেষ্টা, এক সন্ত্রাসী গণপিটুনীর শিকার

0
216

বিশেষ প্রতিনিধি
জমি জমা লিখে নেওয়ার জন্য এক হোটেল কর্মচারীকে জোরপূর্বক অপহরনের অভিযোগে দুই সন্ত্রাসীর নাম উল্লেখসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫ জন সহযোগীর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন, যশোর শহরের রেলবাজার পূর্ব পাশ ৭নং ওয়ার্ড পৌরসভার মৃত কোরবান শেখ এর ছেলে হোটেল কর্মচারী আব্দুল কাদের ওরফে গাজী। সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলায় দু’জনকে আসামী করেছেন। এরা হচ্ছে, শহরের রেল বাজার পূর্ব পাশর্^ এলাকার আব্দুর রহিমের ছেলে রাব্বি ও সদর উপজেলার বিরামপুর গ্রামের বাবুর ছেলে রাব্বিসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
আব্দুল কাদের ওরফে গাজী মামলায় বলেছেন, তিনি শহরের পুরাতন পৌরসভার মার্কেটের সামনে জুনায়েত হোটেলের কর্মচারী। আসামীর সাথে তার পাশাপাশি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। আসামী রাব্বি ইতিপূর্বে আব্দুল কাদের ওরফে গাজীর স্ত্রী লুৎফুননেছা ওরফে লতাকে উক্ত জমি দখল নিয়ে ছুরিকাঘাত করে। যে ঘটনায় কোর্টে মামলা চলছে। এরপরও উক্ত জমি নিয়ে গত সোমবার ৫ এপ্রিল দুপুরে আব্দুল কাদের ওরফে গাজী শহরের কালীবাড়ী এলাকায় হোটেলের মালিকের কথা মতো কাঁচা বাজার করতে যায়। দুপুর দেড়টার সময় বড় বাজার কালীবাড়ির সামনে রাস্তায় আব্দুল কাদের ওরফে গাজীকে পেয়ে উক্ত আসামীরা গালিগালাজের এক পর্যায় জোর পূর্বক তাদের কাছে থাকা মোটর সাইকেলে তুলে অপহরণ পূর্বক কাঠের পুলের দিকে নিয়ে যাচ্ছিল। গাজীর চিৎকারে স্থানীয় লোকজন ও পথচারীরা এগিয়ে আসলে রাব্বিকে গ্রেফতার করে। সহযোগী বিরামপুরের রাব্বিসহ অন্যান্য সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে দ্রুত সটকে পড়ে। পরে রাব্বিকে স্থানীয় লোকজন গনপিটুনী দিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে রাব্বিকে হেফাজতে গ্রহন করে। মঙ্গলবার সকালে রাব্বিকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here