যশোরে চাঁদার দাবিতে সন্ত্রাসী কার্মকান্ড, বাপবেটা পুলিশের খাঁচায়

0
171

বিশেষ প্রতিনিধি
ভূমি দস্যু ও সন্ত্রাসী বাপবেটার হাতে আব্দুল আজিজ নমে এক ব্যক্তি মারপিটের শিকার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাপ বেটাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া রজনীগন্ধা তেল পাম্পের পাশের্^ মৃত ইসমাইল মোল্যার ছেলে মোঃ আব্দুল সেলিম ও তার ছেলে সাকিব। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া হাইওয়ে মডেল টাউনের বাসিন্দা মৃত বেলায়েত আলী বিশ^াসের ছেলে আব্দুল আজিজ।
সোমবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় রের্কডকৃত মামলায় আব্দুল আজিজ বলেছেন, আব্দুল সেলিম ও তার ছেলে সাকিব ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির। ওই এলাকায় জমি ক্রয় ও বিক্রয় তাদেরকে চাঁদা দেওয়া ছাড়া হয়না। আব্দুল আজিজ তার জমিতে বাড়ি নির্মানের কাজ শুরু করলে সেলিম ও তার ছেলে সাকিব ৫লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তাকে প্রাণ নাশের হুমকীসহ ভয়ভীতি দেখাতে থাকে। ইতিপূর্বে সেলিম ও তার ছেলে সাকিব আসাদুজ্জামান আসাদ নামে এক ব্যক্তির কাছ থেকে জমি কেনা বেচার বাবদ চাঁদা স্বরুপ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। বাপ বেটার চাঁদার টাকা দিতে আব্দুল আজিজ অপারগতা প্রকাশ করলে তাকে হুমকী ধামকী দেয়। বাড়ি করতে দেবেন বলে জানায়। গত ১ এপ্রিল সন্ধ্যায় আব্দুল আজিজ তার বাড়ির সামনে অবস্থান কালে উক্ত বাপবেটা তাদের পূর্বের দাবিকৃত চাঁদার টাকা চায়। দিতে অপারগতা প্রকাশ করলে মারপিট পূর্বক তার প্যান্টের পকেটে থাকা নগত ১০ হাজার ৩শ’ টাকা চাঁদা স্বরুপ কেড়ে নিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এসে আব্দুল আজিজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here