সহিদুল ইসলাম, মধুখালী
দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দিন দিন বেড়েই চলেছে তারই লক্ষে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষে বুধবার সকালে কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার পরিষদের, ইউনিয়ন সচিব, প্যালেন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন, গ্রামপুলিশগন এবং গনমান্য ব্যক্তিবর্গ নিয়ে ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন। কিভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়া যায় সে সব সম্পর্কে চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ^াস (বাবু) সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
পরিশেষে লকডাউন চালু থাকায় সরকারী নির্দেশে প্রতিটি ওয়ার্ড থেকে হত-দরিদ্রদের নামের তালিকার আহবান রেখে, মাস্ক পরিধানের সুফল বর্ণনা করে সকলের মাঝে মাস্ক বিতরন এবং করোনা ভাইরাস প্রতিরোধের প্রতি প্রতিটি ওয়ার্ডে গ্রামপুলিশদের ও ইউপি সদস্যদের প্রতি আহবান রেখে করে আলোচনা সভা শেষ করেন।