বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক যশোর (শার্শা-১) আসনের এমপি তবিবার রহমান সরদার এর স্মরনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বাংলাদেশ আওয়ামীলীগ শার্শা উপজেলা শাখার আয়োজনে সাবেক এ সংসদ সদস্যর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর নির্দেশনায় যশোর শার্শা-১ আসন থেকে বার বার নির্বাচিত বর্ষীয়ান কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মরহুম তবিবর রহমান সরদারের স্মরনে আলোচানা সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্তিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, যুবও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবিরুল হক তোতা, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের বেনাপোল পৌর শাখার সভাপতি রহমত আলী, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন আলম বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।