ফুলতলা প্রতিনিধি
ফুলতলার অদূরে বি.আই.এন.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদের স্বরণে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুলের প্রাক্তন ছাত্র পরিষেদের আহবায়ক জাকির হোসেন (লাভলু) এর সভাপতিত্বে ও কালিয়া সরকারি কলেজের প্রভাষক এম এম আসলাম হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের সাবেক অধ্যাপক ৃৃআনোয়ার হোসেন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক সমিতির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও মল্লিক নজির আহম্মেদ, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব এম এম আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এস এম মুজিবুর রহমান, সিটি পলিটেকনিক ইন্সটিটিউটটের পরিচালক শেখ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধান শিক্ষক আঃ ওহাব ও মোল্যা শাহাদাৎ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ আবুল কাশেম, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য এস এম আব্বাস আলী, আঃ কুদ্দুস সিকদার, এস এম জাহাঙ্গীর আলম, শরীফ বিল্লাল হোসেন, আশরাফুজ্জামান প্রমুখ। শেষে প্রয়াত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদের সহধর্মিনীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।