বিশেষ প্রতিনিধি
শনিবার দুপুরে যশোর ধর্মতলা ছুটিপুর সড়কের সদর উপজেলার পতেঙ্গালী কবিরাজ বাড়ির মোড়স্থ এলাকায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হুমায়ূন কবির (৩০) নিহত ঘটনায় মামলা হয়েছে। নিহত ইজিবাইক পার্টস ব্যবসায়ী হুমায়ূন কবিরের বাবা মোশারেফ বিশ^াস বাদি হয়ে শনিবার ২৭ মার্চ সন্ধ্যারাতে বাসের অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করেন।
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোশারেফ বিশ^াস বাদি হয়ে মামলায় বলেছেন,তার ছেলে হুমায়ূন কবির ইজিবাইক পার্টের ব্যবসা করে। ধর্মতলা খোলাডাঙ্গায় তার ছেলের একটি ইজিবাইক পাটর্সের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শনিবার ২৭ মার্চ বেলা পৌনে ১২ টায় হুমায়ূন কবির তার মোটর সাইকেল নিয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। বেলা ১২ টায় ধর্মতলা ছুটিপুর সড়কের যশোর সদর উপজেলার পতেঙ্গালী কবিরাজ বাড়ির মোড়স্থ পশ্চিম পাশে পৌছালে যশোর গামী একটি যাত্রীবাহী বাস হুমায়ূন কবিরের মোটর সাইকেলকে সামনে থেকে স্বজোরে ধাক্কা মেরে দ্রুত চলে আসে। মোটর সাইকেলসহ হুমায়ূন কবির ছিটকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর ১ টায় চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন কবির মারা যায়।