চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলা পরিষদের ভিতর বৈশাখী চত্ত্বর থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। ২৮ মার্চ রোজ রবিবার সকাল ১১.১৫ মিঃ উপজেলা পরিষদ বৈশাখী চত্ত্বর পাশে লাল রঙের ডিসকোভার ১৩৫ সি.সি. মোটরসাইকেল যশোর ল ১১- ২৩১৩ নম্বরের গাড়ী টি চুরি হয়েছে।
মোটরসাইকেলের মালিক সামছুর রহমানের ছেলে আব্দুস সালাম (৪২) মোটরসাইকেল রেখে সাব-রেজিস্ট্রী অফিসে যায়ছিলেন এমন সমায় সংগবন্ধ চোর নিজের কাইদায় চাবী দিয়ে মটর সাইকেল টি নিয়ে দুরত্ব গতিতে চলে যায়। মটর সাইকেলের মালিক থানায় অভিযোগ দিয়েছে।
থানায় এসআই আসিকুর রহমান মোটরসাইকেল চুরি হয়েছে সত্যতা শিকার করেছে। সিসি ক্যামেরায় ভিডিওতে চোরের ধারণ করা ছবি দেখা গিয়েছে।