বিশেষ প্রতিনিধি
গরুতে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গতিরোধ করে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে শনিবার ২৭ মার্চ দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় আশরাফুল ইসলাম নামে একজনকে আসামী করা হয়েছে। সে যশোর সদর উপজেলার ফরিদপুর পশ্চিম পাড়ার মৃত কাছেদ গাজীর ছেলে। এছাড়া অজ্ঞাতনামা ২/৩জন উল্লেখ করা হয়েছে। মামলাটি করেছেন,একই গ্রামের মৃত আক্কাচ আলী গাজীর ছেলে নূর ইসলাম।
মামলায় নূর ইসলাম উল্লেখ করেন, আশরাফুল ইসলামের সাথে তাদের পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা তাদের ক্ষয়ক্ষতি করার জন্য হুমকী দিয়ে আসছিল। গত ২৪ মার্চ সকালে নূর ইসলামের ভাই নুরুজ্জামান (৫০) গরু নিয়ে মাঠে যাচ্ছিল। সকাল পৌনে ১০ টায় গরু নিয়ে আশরাফুল ইসলামের কলা বাগানের পাশের্^ কাঁচা রাস্তায় পৌছালে আশরাফুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জন নুরুজ্জামানের গতিরোধ করে। গরুতে কলা গাছ খাওয়াকে কেন্দ্র করে গালিগালাজ শুরু করে। নুরুজ্জামান গালিগালাজের প্রতিবাদ করলে আশরাফুল ইসলাম ও তার সহযোগী অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মারপিট শুরু করে। এ সময় আশরাফুল ইসলাম নুরুজ্জামানকে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। নুরুজ্জামান পড়ে গেলে তার পকেটে থাকা নগদ ১ হাজার ৫শ’ ৬০ টাকা আশরাফুল ইসলাম কেড়ে নেয়। নুরুজ্জামানের ডাক চিৎকারে তার ছেলে রোকনুজ্জামান (১২)সহ আশপাশের লোকজন এগিয়ে আসলে আশরাফুল ইসলাম ও তার সহযোগীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।