বেনাপোল প্রতিনিধি
মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে বেনাপোলে শহীদ স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগ ও বেনাপোল পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
শুক্রবার সকাল ৯ টার সময় বর্ণাঢ্য র্যালি নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করে বেদিতে পুস্প স্তবক অর্পনের মাধ্যেমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নেতা কর্মীরা মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরনে কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থাকেন।
৫০ বছর আগে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্টা ।
বর্ণাঢ্য র্যালি ও শহীদ বেদীতে পুস্প স্তবক দেওয়ার সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী গের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, সাবেক ছাত্রনেতা রুহুল কুদ্দুস ভুইয়া, শার্শা উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, আওয়ামী লীগ নেতা শান্তিপদ গাঙ্গুলী, শহিদ হোসেন, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।