বিশেষ প্রতিনিধি
যশোর শহরের রেল বাজার এলাকায় এক নারীর বসতবাড়িতে প্রবেশ করে ভাংচুর ও গলায় রামদা ধরে দুই লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন শহরের রেলবাজার এলাকার শেখ আব্দুর রহিমের স্ত্রী আছিয়া খাতুন। মামলার আসামিরা হলেন, একই এলাকার কোরবান আলীর দুই ছেলে গাজী ও মিজা। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন পিবিআই যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানাযায়, আসামিরা এলাকার চাঁদাবাজীর সাথে জড়িত। গত ১৫ মার্চ বিকেল ৫ টায় আসামিরা পূর্ব শক্রতার জের ধরে বাদীর বাড়িতে এসে গেট ভাংচুর করে। এসময় গাজীর হাতে থাকা গাছী দা ও মিজার হাতের থাকা রামদা বাদীর গলায় ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এবং ওই টাকা না দিলে বাদীকে হত্যার হুমকি দেন। এসময় বাদীর চিৎকারে আসে পাশের লোক জন ছুলে আসলে আসামিরা চলে যায়। বাধ্য হয়ে বাদী আদালতে এ মামলা করেন।