বসুন্দিয়া প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ২৩ মার্চ বুধবার সন্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সদুল্যুপুর গ্রামের পালপাড়ার সুবোধ পালের ছেলে অপু পাল (২৪)।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে নাম একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল ওই অনুষ্ঠানে লাইটিং করার জন্য বাড়ির উঠানের কাপড় নাড়া স্টীলের তারের উপর দিয়ে বৈদ্যুতিক তার টেনে নিয়ে যায়। ঘটনার দিন সন্ধ্যার আগে বাড়ি এসে গোসল শেষে ভিজা কাপড় তারে নাড়তে গেলেই বিদ্যুতে আটকে পড়েন। বাড়ির লোকজন টের পেয়ে শুকè বাঁশ দিয়ে উদ্বার করে সঙ্গে সঙ্গে বসুন্দিয়া মোড় বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।