নড়াইল প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিলো চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মোবোধক গান।
বুধবার (২৪ মার্চ) জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা শিশু একাডেমী চত্বরে দিনব্যাপী প্রতিযোগিতায়য় ৭টি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।
প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউসুফ আলী, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান লুলু, চারণ কবি রওশন আলী, জেলা শিশু একাডেমীর শিক্ষক সৌরভ ব্যানার্জী প্রমুখ।
এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রতিযোগী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।