চৌগাছায় আরএফএল ওয়াটার ট্যাংক ও ইটালটেক্স পাম্পের উদ্যোগে প্লাম্বারদের সাথে মতবিনিময়

0
212

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় আরএফএল সেরা ওয়াটার ট্যাংক ও ইটালটেক্স পাম্পের সৌজন্যে প্লাম্বার ও কন্টাক্টরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত শহরের ডিভাইন সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তৃতা দেন আরএফএল সেরা ওয়াটার ট্যাংক ও ইটালটেক্স পাম্পের ডিলার ও শহরের মেসার্স ভাই ভাই স্যানিটারীর সত্বাধিকারী নাজমুল হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন আরএফএল সেফার গ্রুপের এজিএম সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আরএফএল সেফার গ্রুপের এসএম মোজাফফর হোসেন, যশোর জোনাল ম্যানেজার খায়েরউজ্জামান, বঙ্গবিল্ডিং মেটারেল লিমিটেডের ডেপুটি ম্যানেজার তৌফিক হাসান, ব্র্যান্ড ম্যানেজার উদ্ভাস হোসেন মৃধা, অপারেশন ম্যানেজার ওয়াটার ট্যাংক আতাউল হক তুষার, এসআর আব্দুল আজিজ প্রমুখ। প্লাম্বার ও কন্টাক্টরদের মধ্যে বক্তৃতা করেন ইমামুল পারভেজ মামুন, শিহাব উদ্দিন, হায়দার আলী, শিপন প্রমুখ। অনুষ্ঠানে সেরা প্লাম্বারদের পুরস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here