প্রাইভেটকারে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

0
161

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকস দল সোমবার ২২ মার্চ সকালে মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী স্ট্যান্ড ব্যাপারীপাড়া গ্রামের সুরাইয়া সাইকেল ষ্টোরের সামনে থেকে ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ রাজিব আহম্মেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে মেহেরপুর জেলার সদর উপজেলার রাজনগর গ্রামের শফিমীর এর ছেলে। এ ঘটনায় মাগুরা সদর উপজেলায় মামলা হয়েছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, সোমবার ২২ মার্চ সকালে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যারে একটি চৌকসদল উক্ত গ্রামের সুরাইয়া সাইকেল ষ্টোরের সামনে অভিযান চালিয়ে রাজিব আহম্মেদকে গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৩০ কেজি ৫শ’ গ্রাম গাঁজা বোঝাই পিকআপ উদ্ধার করে। পরে উক্ত পিকআপ ও গাঁজা মাগুরা সদর থানায় জমা দিয়ে মাদক আইনে মামলা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here