বেনাপোল দিয়ে দেশে প্রবেশ করলো ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্সের প্রথম চালান

0
161

বেনাপোল প্রতিনিধি
ভারত সরকারের উপহার দেয়া ১০৯ টি এ্যাম্বুলেন্সের মধ্যে প্রথম চালানের একটি এ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। মুজিব বর্ষ হিসাবে ভারত সরকার বাংলাদেশকে এম্বুলেন্সগুলি উপহার দিচ্ছে বলে জানা গেছে।
বেনাপোল বন্দর এর ট্রাফিক পরিদর্শক জাহিদ হোসেন জানান একটি এ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে এসেছে। তবে এটি উপহার সামগ্রী হিসাবে আসছে কি না জানি না।
গাড়িটির আমদানিকারক দি হাই কমিশনার অব ইন্ডিয়া। বেনাপোল কাস্টমস থেকে গাড়িটি ছাড় করাবে জেড আর কর্পোরেশন নামে একটি সিএন্ড এফ এজেন্ড। এবং রপ্তানিকারক সেদেশের এস এম এল ইসুজি।
এ বিষয় সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ডের বর্ডারম্যান জাকির হোসেন বলেন ভারত থেকে আসা এম্বুলেন্সটি রিসিভ করা হয়েছে। আগামি শনিবার বেনাপোল বন্দরে উদ্বোধন শেষে পর্যায়ক্রমে গাড়িগুলি ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here