মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ২০২১ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ৭ মার্চে কর্মসূচি শুরু হয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি শেষ হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে ১৮ থেকে ২২ মার্চ প্রতিদিন দুপুরে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মার্চ ২০২১ তারিখ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এর নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন ও বাস্তবায়ন উপকমিটি ড. আলম হোসেন, ড. তোফায়েল হোসেন, ড. জাফিরুল ইসলাম, ড. মেহেদী হাসানের সমন্বয়ে যশোরের নতুন হাঁটে স্বাস্থ্যবিধি মেনে দুঃস্থ মানুষের মাঝে ১০১ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করার হয়।