মণিরামপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আমানত সংগ্রহ, ১০ টাকায় সঞ্চয়ী হিসাব খোলা ও শেয়ার ডাটাবেইস হালনাগাদীকরণে (২১ মার্চ) রোববার বিকালে মণিরামপুর বাজারের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করা হয়।
ক্যাম্পেইন পরিচালনাকালে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মণিরামপুর শাখার ব্যবস্থাপক সুধাংশু কুমার দাশ, দ্বিতীয় কর্মকর্তা নাজমুল হক, অফিস স্টাফ পলাশ আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকে বঙ্গবন্ধু সঞ্চয়ী আমানত চালু করা হয়েছে।
গ্রাহক এ হিসেবের মাধ্যমে ব্যাংকে জমা ও উত্তোলন করতে পারবেন। আর ব্যাংক আমানতের বিপরীতে গ্রাহককে ৬ দশমিক ৫ শতাংশ সুদ প্রদান করবে।
অন্যদিকে, ১০ টাকায় সঞ্চয়ী হিসাব খোলা ও শেয়ার ডাটাবেইজ হালনাগাদকরণের মাধ্যমে গ্রাহকরা শেয়ার লভ্যাংশ পাবেন। ক্যাম্পেইন ২২ মার্চও মণিরামপুরের বিভিন্ন ইউনিয়নে পরিচালনা করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি