শালিখা প্রতিনিধি
বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে আসায় মাগুরা সদর উপজেলার১২নং কুচিয়ামোড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রদীপ কুমার বিশ্বাস (প্রদ্যুৎ) দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়ন ব্যাপি শোভা যাত্রা করেন।২০ মার্চ সকাল ১১টায় সোভা যাত্রাটি নতুন গ্রাম বাজার থেকে শুরুহয়ে গাবতলা, কুচিয়ামোড়া, কুল্লিয়া বাজার আমুড়িয়া, বাটিকাবাড়িয়া হয়ে বড় শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় তার সাথে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের গন্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রদীপ কুমার বিশ্বাস (প্রদ্যুৎ) এর পিতা বীর মুক্তিযুদ্ধা রমেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন মাগুরা সরকারি হোসেন শহীদ সরোওয়ারদি কলেজের ততকালীন ভিপি। পিতার হাতধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। জীবনের বাকি সময় তিনি ইউনিয়ন বাসীর সেবা করে যেতে চান।