রবিবার ঐতিহাসিক ডহুরী কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির অন্যতম প্রবীন কৃষকনেতা কালীপদ দাস’র ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কেশবপুরের পাঁজিয়ার বাজারের পাশে মাদারডাঙ্গা বড় দাসপাড়া গ্রামে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতি’র নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, খুলনা জেলা সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস, যশোর জেলা সহ-সভাপতি আবু বক্কার সরদার, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, প্রচার সম্পাদক জগন্নাথ বিশ্বাস, ডুমুরিয়া থানা সভাপতি ইসহাক আলী, জাতীয় ছাত্রদলের যশোর জেলা সদস্য মধুমঙ্গল বিশ্বাস ও পরিবারের পক্ষ থেকে প্রয়াতের ভাইপো নিতাই চন্দ্র দাস প্রমুখ।নেতৃবৃন্দ প্রয়াত সংগ্রামী কৃষকনেতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ কেশবপুরসহ এতদ্বঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ডহুরী কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানা।
উল্লেখ্য প্রয়াত কৃষকনেতা কালিপদ দাস সর্বশেষ খুলনায় অনুষ্ঠিত ২২ নভেম্বর ২০১৯-এর কৃষক সংগ্রাম সমিতির ১২তম জাতীয় সম্মেলনে তিনি উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যও রাখেন। স্মরণসভার পূর্বে বেলা ১০টায় প্রয়াতের সমাধিতে পুষ্পমাল্য অর্পন, ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি