শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখায় জাতির জনক শেখ মুজিবর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী পালিত হয় বুধবার।
এদিন বেলা ১১টায় মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিককদার কেক কেটে দিনের শুভ সূচনা করেন।
এরপর জাতির জনকের সংগ্রামী জীবনের আলোকে আলোচনা করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ড. শ্রী বীরেন শিকদার।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস।