লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকি পালিত

0
166

লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকি পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আ. হান্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা আ‘লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রাখী ব্যানার্জী, ভাইস-চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া, ফারিয়া ইয়াসমিন ইতি, পৌর আ‘লীগের সভাপতি কাজী বনি আমিন ও সাধারন সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এদিকে লোহাগড়ার ইতনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকি পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে ইতনা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন, ইতনা ইউপির আ‘লীগের সাধারন সম্পাদক আহাদুজ্জামান আহাদ, বারিজাত শাহা, রেজাউল শিকদার, কাজী আরোজ আলী, সেয়দ লুৎফর মীর, ইউপি সদস্য আকিদুল কাজী, ফায়েকুজ্জামান, রুকসানা বেগম ও চায়না বেগম প্রমুখ। পরে মাওঃ আব্দুল হান্নান দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জন্মবার্ষিকি পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here