মণিরামপুর প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এতিম শিশুদের নিয়ে কেক কেটে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের উদ্যোগে ব্যতিক্রম কর্মসূচী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে এদিন বিভিন্ন এতিম খানায় কেক কাটা, কোরআন খতম, খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর এলাকার দারুল উলুম এলাহী বক্স হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায়, ক্যাডেট স্কীম মাদ্রাসাসহ কয়েকটি এতিম খানায় এতিম শিশুদের নিয়ে কেক কাটেন তিনি।
এসময় এতিম শিশুদের মাঝে খাবার ও মিষ্টি বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গাউসুল মোস্তাক, সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, রহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজউদ্দীন, কাশিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, গাজী মাযাহারুল আনোয়ার, আব্দুল হক, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, বাবুল আক্তার, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক প্রভাষক আসমাতুন্নাহার, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাই, আমজেদ হোসেন, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শিপন সরদার, আব্দুল মোমিন, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি, মাহবুর রহমান, সাজ্জাত হোসেন প্রমূখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি হাফিজুর রহমান।