ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাকোয়াত হোসেন (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত ২০২০ সালে শ্বাসকষ্টজনিত কারণে সাকোয়াত ৪/৫ বার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। গত ১৫ মার্চ সে পুণরায় হাসপাতালে ভর্তি হয়ে ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হাসপাতালের রেকর্ড অনুসারে সে অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের মৃত মোসলেম আলীর পুত্র। কিন্তু তার মৃত্যুর পর উল্লেখিত ঠিকানায় থানা পুলিশ যোগাযোগ করে কাওকে পায় নি। পরে, পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্ট মর্টেম শেষে বেওয়ারিশ লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান ই মুফিদুল এর নিকট লাশ হস্তান্তর করেছে।
এ ব্যাপারে ফুলতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ৯, তারিখ- ১৬/০৩/২১ ইং) দায়ের করা হয়েছে।