ফুলতলা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকাল ৮ টায় মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) এর উদ্যোগে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মাক্সুদুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, লেঃ কর্ণেল সরদার আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিঃ, মেজর আব্দুল্লাহ আল আজিম, পদাতিক সহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থাপনায় বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হয় এছাড়াও অভ্যন্তরের সড়কসমূহ ব্যানার ফেস্টুন ও রঙ্গিন পতাকা দ্বারা সজ্জিত করা হয়। পরে, প্রতিষ্ঠানের সকল সামরিক অফিসার, অনুষদ সদস্যবৃন্দ, জেসিও, বিভিন্ন পদবীর সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে ব্যানার ও ফেস্টুন সহকারে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অত্র অনুষ্ঠানে প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা অনলাইনে অংশগ্রহণ করে।