পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও শিশু দিবসের কর্মসূচি নানা আয়োজনে পালিত

0
156

বি.সরকার, পাইকগাছা
পাইকগাছায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচি নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলায় এমপি’র পক্ষ সহ উপজেলা ও থানা প্রসাশন, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা প্রসাশন ও আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক নীতি-আদর্শ তুলে ধরে বিভিন্ন স্থানে আলোচনা সভার আয়োজন করেন। বুধবার সকালে উপজেলা পরিষদ ও সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু’র পক্ষে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেযারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, ওসি এজাজ শফী, ইন্সপেক্টর আশরাফুল আলম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ভাইস চেযারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
থানাস্হ বঙ্গবন্ধু চত্বরে ওসি এজাজ শফী ও ইন্সপেক্টর ( তদন্ত) আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুরে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে দিবসের তাৎপর্য তুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সংগঠনের সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহসভাপতি সমিরন সাধু যুগ্মসম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও ইউপি নির্বাচনে আ’লীগ প্রার্থী জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল আমীন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এছাড়া বিভিন্ন স্কুল- কলেজে পুর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here