কোটচাঁদপুর প্রতিনিধি
ছাগল চুরির ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার চিনতে পারলেও চোর ধরতে পারেনি কোটচাঁদপুর থানা পুলিশ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করে কোন ফল না পেয়ে হতাশ ভুক্তভোগী।
ভুক্তভোগী মশিয়ার রহমান জানান, গেল ১২ ফেব্রুয়ারি নওদাগ্রাম স্কুল মাঠে আমার দুইটি খাশি ছাগল ঘাস খাওয়ার জন্য বেধে রাখি। এ সময় তাঁর পাশেই দাড়িয়েছিল একটা সাদা রংয়ের প্রাইভেট কার। যার নম্বর-ঢাকা মেট্রো-১১-৯৪১৬। কিছুক্ষণ পর ছাগল দেখতে আসলে তা আর চোখে পড়েনা। এরপর শুরু হয় খোজাখুজি। তাতে কোন লাভ হয়না। কোন উপায় না পেয়ে পরের দিন ওই প্রাইভেটের নাম্বার উল্লেখ করে কোটচাঁদপুর থানায় অভিযোগ করি। এ ঘটনার ১ মাস পার হয়ে গেলেও পুলিশ ছাগল উদ্ধার করতে পারেনি। প্রাইভেট টি চিনতে পেরেও ছাগল উদ্ধার করতে না পারায় হতাশ হয়েছেন মশিয়ার রহমান এমনটাই জানালেন তিনি। সে কোটচাঁদপুর পৌরসভাধীন নওদা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিয়ে কথা হয় কোটচাঁদপুর থানার এসআই মাসুদের সঙ্গে তিনি বলেন, তারা একটা প্রাইভেট গাড়ির কথা বলছিল। সেটা খোজা অব্যহত রয়েছে।##
Home
দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছাগল চুরির ঘটনায় ব্যবহৃত প্রাইভেট চিনতে পারলেও চোর ধরতে পারেনি কোটচাঁদপুর থানা...