মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনের রাস্তা দিয়ে গত রবিবার সকালে ইট বোঝাই ৫ চাকার ট্রাক যাওয়ার সময় রাস্তা ধসে ট্রাক উল্টে যায়। ইহাতে চালকের কোন ক্ষতি হয় নাই।
জানা যায় গত বছর কামারখালী গড়াই ও মধুমতি নদীর পানি বৃদ্ধির কারনে রাজধরপুর গ্রামে স্বর্গীয় দিলীপ ঘোষের বাড়ীর সামনে রাস্তা ধসে যায়। সেই রাস্তা গত সপ্তাহে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার নিজস্ব অর্থায়নে রাস্তা অস্থায়ীভাবে মেরামত করেন। তারপরেও রাস্তা ধসে গেল।
সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তা ধসে ইট বোঝাই ট্রাক উল্টে গেছে। তাই অত্যান্ত দুঃখের বিষয় এই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়ক এত বেহাল দশা আজও মেরামত হলো না। কামারখালী ইউনিয়নের বর্তমান সমস্যা নদীভাঙ্গন সমস্যা। তাই আগামীতে নদীর পানি বৃদ্ধির আগে নদীভাঙ্গন রোধ করা অতিজরুরী।