বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস ইমিগ্রেশনে একটি ফুড কর্নার উদ্ভোধন হয়েছে। বিশিষ্ট নারী উদ্যাক্তা সাহিদা রহমান সেতুর মালিকানাধীন দি সানরুফ ফুড কর্নারটি উদ্ভোধন করেন কাস্টমস নিরীক্ষা, আধুনিকরন ও আন্তর্জাাতিক বানিজ্য বিষয়ক জাতিয় রাজস্ব বিভাগের সদস্য গ্রেড-১ খন্দকার আমিনুর রহমান।
মঙ্গলবার বেলা ১১ টার সময় এ ফুড কর্নারটি আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনে উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্বিক তত্বাবধায়ক বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান।
দি সানরুফ ফুড কর্নারের সত্বাধিকারী সাহিদা রহমান সেতু বলেন, বেনাপোল একটি আন্তর্জাতিক চেকপোষ্ট ও স্থল বন্দর। এ বন্দর দিয়ে প্রতিদিন দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে। দুর দুরান্ত থেকে আসা এসব পাসপোর্ট যাত্রীদের কথা ভেবে ভাল মানের খাবার পরিবেশন করার জন্য সানরুফ এর ফুড কর্নার এর একটি শাখা খোলা হয়। এখানে আধুনিক মানের নির্ভেজাল এবং ও রুচিশীল খাদ্যদ্রব্য থাকবে।