শালিখা প্রতিনিধি
উপজেলা প্রশাসন শালিখা মাগুরার আয়োজনে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার সহযোগিতায়, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২১ উদযাপন করা হয় সোমবার “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম বাতেন।
প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। উপস্থিত ছিলেন আড়পাড়া বাজারের মহামায়া ট্রেডার্সের পল্টু সাহা ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর বাপ্পি ঘোষ, শালিখা প্রেসকাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কর মাষ্টার প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াসুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউএনও অফিসের সিএ সাকিব আহমেদ।