মোকাদ্দেছুর রহমান রকি
সংক্রমন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যশোরে হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। শনি ও রোববার ১৩ ও ১৪ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে নমুনার রিপোর্টে নতুন করে ২৩ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সোমবার ১৫ মার্চ সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে পাঠানোর রিপোর্টে এই তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। হঠাৎ করে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে যশোর জেলায় সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯শ’ ৮জন। মারা গেছে ৫৯জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৬শ’ ৭৩জন।
যশোর সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে, সোমবার ১৫ মার্চ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ১শ’ ৩০ টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ২৩ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩২ টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। যার সব ক’টি নেগেটিভ। ১৩ ও ১৪ মার্চ পাঠানো নমুনার মধ্যে নতুন করে করোনা পজিটিভ রোগীদের মধ্যে যশার সদর উপজেলায় ২০ জন, চৌগাছা উপজেলায় ২ ও ঝিকরগাছা উপজেলায় ১ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। সোমবার ১৫ মার্চ যশোর জেলা থেকে ৫৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জেনোম সেন্টারে পাঠানো হয়েছে বলে সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানিয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, গত বছরের মার্চ থেকে এ যাবত যশোর জেলা থেকে ২৪ হাজার ৫শ’ ৮০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দু’টি প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার ২শ’ ৯১ জনের রিপোর্ট প্রেরণ করেন। এ যাবত যশোর জেলায় আক্রান্ত ৪ হাজার ৯শ’ ৮ জনের মধ্যে ৩ হাজার ৩শ’ ৯৮জন পুরুষ ও ১ হাজার ৫শ’ ১০জন নারী রয়েছে।