মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুরে মানবপাচার প্রতিরোধে সিটিসি মিটিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্ক ইন বাংলাদেশ যশোরের সহযোগিতায় ও ব্র্যাকের আয়োজনে উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল সোমবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাকের ট্রেনিং অফিসার আজিমুল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব ফরিদ উদ্দিন, প্রভাষক হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবিনা খাতুন, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মকতা বিধান চন্দ্র কর্মকার, ইউপি মেম্বর বাবর আলী, ইদ্রিস আলী, সঞ্জয় কুমার রাহা প্রমুখ।