নড়াইল প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলে বিচার বিভাগের উদ্যোগে চারদিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যায় জজ আদালত প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী আল মাসুদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার, যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আকরাম হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ (২য় আদালত) হাদিউজ্জামান, জেলা লিগ্যাল এইড অফিসার পশুপতি বিশ^াস, জেলা সহকারী জজ মুহাম্মদ হাবিবুর রহমান, আবজাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জুয়েল রানা, বিচারবিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ সহ বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজক কর্তৃপক্ষ জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৪-১৭ মার্চ পর্যন্ত চারদিন ব্যাপী প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে বিচারকবৃন্দসহ বিচারবিভাগে কর্মরত ৩২জন প্রতিযোগী অংশগ্রহণ করবে।