মহেশপুর প্রতিনিধি॥ শনিবার রাতে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার সময় মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় এসআই আব্দুল জলিল, এএসআই রওশোন আলী ও এএসআই সজল কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ঝিটকিপোতা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে লিটন(৩৬) কে তার শ্বশুর মৃত আলী কদরের বাড়ি থেকে ৩কেজি গাঁজাসহ আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার সকালে আসামীকে জেল-হাজতে পাঠানো হয়েছে।