বিশেষ প্রতিনিধি
যশোর সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত আমড়াখালী চেকপোষ্টের একটি টিম একটি মোটর সাইকেল চ্যালেঞ্জ করে তল্লাশী কার্যক্রম করে রোববার ১৪ মার্চ সকালে ৪শ’ ৩৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত স্বর্ণপাচার কারীর নাম আব্দুল জলিল। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত ছোট আঁচড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে।
৪৯ বিজিবি’র লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান,রোববার ১৪ মার্চ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান চালায়। এ সময় বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের এবিইট ভাটার সামনে সকাল ১০ টায় মোটর সাইকেল যোগে আসা একজন সন্দেহজনক যুবক আব্দুল জলিলকে গ্রেফতার করে।
পরে আব্দুল জলিলের প্যান্টের কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাধা তার দখল হতে ০.৪৩৪ কেজি ওজনের স্বর্ণের ৪টি বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৩১ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি’র কর্মকর্তা জানিয়েছেন।
উদ্ধারকৃত স্বর্ণ ও মোটর সাইকেল জব্দ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা দিয়েছে বিজিবি’র চৌকসদল।