বাঘারপাড়া প্রতিনিধি॥ বাঘারপাড়ায় জমা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছে। এ ঘটনায় মশিয়ার রহমানের স্ত্রী রিনি বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তিন জন আসামীকে গ্রেফতার করেছে। আসামীরা ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আফছের খাঁ এর ছেলে মশিয়ার খাঁ নিজ বাড়ীর জমির সিমানা দিতে গেলে গত শুক্রবার সকালে শুকুর আলীর তিন ছেলে আলামিন, মিরাজ ও সবুজ, আদম আলীর ছেলে সোহাগ, মৃত আজির খাঁর ছেলে আদম আলী ও শুকুর আলীর স্ত্রী নুরজাহান
লাঠি এবং লোহার রড দিয়ে মশিয়ার খাঁ, তার ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম ও আট বছরের শিশু মিলনকে মারপিট করে রক্তাক্ত জখম করে।
এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্বার করে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করে। মশিয়ার রহমান খাঁ বাঘারপাড়া হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে অন্যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এবিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শেখ আনছার আলী জানান, তিন জন আসামীকে গ্রেফতার করে শনিবারে জেল হাজতে পাঠানো হয়েছে তারা জামিনে আছে, অন্য আসামীদের বিষয় খোজ রাখা হচ্ছে।