বিশেষ প্রতিনিধি
উপশহরস্থ সেক্টর ১১ এর বাসা নং ৩ এর এক বাসা হতে ৫০ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল চুরির অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। চুরির ২৬ দিন পর নতুন উপশহর সেক্টর ১১ বাসা নং ৩ এর এ্যাডভোকেট শাহজাহান আলী বিশ^াসের ছেলে বিএম আলমগীর ছিদ্দিকী বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেছে।
পুলিশ চুরি সাথে জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার পূর্বক রোববার ১৪ মার্চ আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার মৃত শহীদ গাজীর ছেলে সিরাজ, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল গ্রামের বর্তমানে নতুন উপশহর পুকুর পাড় বস্তির কাশেম মৃধার ছেলে মুরাদ মৃধা।
বিএম আলমগীর ছিদ্দিকী শনিবার ১৩ মার্চ রাতে মামলায় বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারী রাত সোয়া ১১ টার সময় তিনি খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পূর্বে তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন ওয়ারড্রপের উপর জানালার পাশে রাখে।
ভোর রাত সাড়ে ৪ টার সময় ঘুম থেকে জেগে দেখেন অজ্ঞাতনামা চোরেরা বসত ঘরের জানালা কৌশলে খুলে উপরোক্ত মোবাইল দু’টি চুরি করে নিয়ে গেছে।
এরপর উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার রাত সাড়ে ৩ টায় শেখহাটি বাবলাতলা মোড় পাকা রাস্তা থেকে উক্ত দু’জনকে গ্রেফতার করে। তাদের দখল হতে চুরি যাওয়া দু’টি মোবাইল ফোন উদ্ধার করেন।
গ্রেফতারকৃতদের রোববার ১৪ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করেন।