এম এম নুর আলম, আশাশুনি॥ আশাশুনি উপজেলার বুধহাটায় ঋশিল্পীর সিবিআর সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইটালিয়ান রাষ্ট্রদূত এইচ.ই ইনরিকো নুনজিআটা। রোববার সকাল ১০টায় বুধহাটায় ঋশিল্পী কর্তৃক পরিচালিত সমাজ ভিত্তিক পূর্ণবাসন কেন্দ্র সিবিআর সেন্টার পরিদর্শনকালে রাষ্ট্রদূত সেন্টারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা পদ্ধতিসহ বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। এছাড়াও তিনি প্রতিবন্ধীদের সাথে কথা বলেন এবং তাদের সাথে খেলার ছলে সময় কাটান। পরিদর্শনকালে ঋশিল্পীর প্রেসিডেন্ট মনিকা তৌজি, ঋশিল্পীর ইটালিয়ান সহকারী পরিচালক ভেনসন জে ফাকুনে, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ গোলাম কবির, প্রোগ্রাম অফিসার ডাঃ মেহেদী হাসান, সেন্টারের পরিচালক ও ফিজিও থেরাপিষ্ট ডাঃ শংকর ঢালী প্রমূখ উপস্থিত ছিলেন।