আশাশুনিতে বিভিন্ন দিবস পালনের প্রস্তুতি সভা

0
161

 

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, ২৫মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খাঁনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোসাদ্দেক, আবু হেনা সাকিল, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, প্রভাষক ম. মোনায়েম হোসেন, শেখ জাকির হোসেন, মাধ্যমিক শিা কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, এসআই সেলিম হোসেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আশরাফুন নাহার নার্গিস, সরকারি কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম রেজা সেলিমসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ১৭ মার্চ উদযাপন উপলক্ষে সরকারি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, দিবসের শুরুতে একুশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি স্বায়ত্বশাসিত শিা ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দুপুরে সরকারী হাসপাতালে রোগীদের উন্নত খাবারের ব্যবস্থা, দুঃস্থ ও অসহায়দের মাঝে মিষ্টি বিতরণ, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, বিকালে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিনম্্র শ্রদ্ধায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে একদিন করে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here