বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও কয়লা শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। আহত ও নিহত সবাই ইজিবাইকের যাত্রী। নিহতদের মধ্যে ইজিবাইক চালক শহিদুল ইসলাম অভয়ণগর উপজেলার মশরহাটি গ্রামের সবর আলীর ছেলে বলে জানা গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অভয় নগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ আলম জানান, শুক্রবার ১২ মার্চ সকাল ১০ টায় খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী পরিবহন বাস যশোরের দিকে যাচ্ছিলো। পথে অভয় নগরের ভাঙ্গাগেট এলাকায় নওয়াপাড়া গামী একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে ইজিবাইকের চালকসহ ৭ জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া রহমান জানান, ৭ জনের মধ্যে দুই জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি ৫ জনের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত এবং আহতরা অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরে কয়লা শ্রমিকহিসেবে কাজ করতেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।